Views Bangladesh

Views Bangladesh Logo

কুমিল্লার জামাল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

District Correspondent

জেলা প্রতিনিধি

রবিবার, ১২ মে ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলায় ৯ জনকে ফাঁসি, ৯ জনকে যাবজ্জীবন এবং ৫ জনকে খালাস দিয়েছে কুমিল্লার আদালত। রোববার (১২ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেস আজ এ রায় দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছমাইল হোসেন বাচ্চুর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় যুবলীগ নেতা জামাল উদ্দিনকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণ করে। পরে এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ভেতর নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় বোন জোহরা বেগম ২১ জনকে নামীয় এবং কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করে।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে এজহার নামীয় ২১ জন ও তদন্তে প্রাপ্ত  দু,জনকেসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এ মামলায় ৪৩ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য প্রদান করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১ জন ছাড়া বাকিরা  সবাই পলাতক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ