Views Bangladesh Logo

৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন মারডক

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন মিডিয়া মোঘল রুপার্ট মারডক ৯৩ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ে করেছেন। নিজের বয়সের চেয়ে এক চতুর্থাংশ ছোট অবসরপ্রাপ্ত আণবিক জীববিজ্ঞানীকে শনিবার (১ জুন) বিয়ে করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা একাধিক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা

৬৭ বছর বয়সী এলেনা জুকোভাকে ক্যালিফোর্নিয়ায় নিজের বাগানবাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন মারডক।

মারডকের মালিকানাধীন ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, নবদম্পতি হাসছেন। এসময় মারডকের পরনে ছিল কালো স্যুট ও হলুদ টাই এবং এলেনার পরনে ছিল সাদা গাউন।

মারডক এর আগে চারবার বিয়ে করেছেন। সম্প্রতি মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি। ২০১৪ সালে উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকের সঙ্গে বিচ্ছেদ ঘটান মারডক। এই দম্পতির দুটি কন্যা সন্তান আছে। ১৯৯৯ সালে দ্বিতীয় স্ত্রী স্কটিশ সাংবাদিক আনা মারডক মানের সঙ্গে বিচ্ছেদ ঘটে। প্রথম স্ত্রী প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে মারডকের বিচ্ছেদ ঘটে ১৯৬৬ সালে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ