Views Bangladesh Logo

এক ঝলকে ভিউজ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের একমাত্র বাইলিঙ্গুয়াল অনলাইন ভিউজ ও নিউজ পোর্টাল 'ভিউজ বাংলাদেশ' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 

দুপুর ১টায় ‘ভিউজ বাংলাদেশ’- এর আনুষ্ঠানিক শুভময় উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ভিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান শরীফা আখতার বর্তমানে দেশের বাইরে থাকায় তার পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন ডালিয়া নিলুফার।

এ আয়োজনে আরও বক্তব্য রাখেন লেখক, অধ্যাপক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হক; অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তাবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান; লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জিয়াউদ্দীন আহমেদ; বীর মুক্তিযোদ্ধা, কৃষি অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পরিচালক ড. জাহাঙ্গীর আলম; অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল; সরকারের সাবেক সচিব, জাতীয় রাজস্ব রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং প্লানিং কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ আবদুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,  গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, বৈশাখী টিভির চেয়ারম্যান মুশফেক এনাম, বিশিষ্ট ফটোসাংবাদিক নাসির আলী মামুন লেখক ও সাংবাদিক মহসীন হাবীব, সমকালের উপ-সম্পাদক মাহবুব আজিজ, বাসসের নগর সম্পাদক মধুসূদন মন্ডল, কবি মোহন রায়হান, বিশিষ্ট ফটোসাংবাদিক নাসির আলী মামুন প্রমুখ।

বিশিষ্টজন, উদ্যেক্তা ও লেখকদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গণি, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাঈনুল আলম, ই-কমার্স উদ্যেক্তা ওয়ারেসা খানম প্রীতি, বাংলালিংকের চিফ রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান, আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক, প্লেক্সাস ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, নগদের হেড অব কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল, গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন অংকিত সুরেকা, এবং ফাইবার অ্যাট হোমের পরিচালক আব্বাস ফারুক।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিউজ বাংলাদেশ-এর সম্পাদক রাশেদ মেহেদী। এসময় গণমাধ্যমটির বার্তা সম্পাদক মারিয়া সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী সম্পাদক গিরীশ গৈরিক।

উপস্থিত সুধিজনেরা ভিউজ বাংলাদেশের অগ্রযাত্রায় শুভকামনা ব্যক্ত করে বক্তব্য রাখেন।

এক নজরে ভিউজ বাংলাদেশের উদ্বোধনের কিছু অংশ:


সাংবাদিকতার সব চাইতে বড় বিষয় হলো সত্য প্রকাশ: আ আ ম স আরেফিন সিদ্দিক



সত্য, সত্য, সত্য, সত্য জপি। সত্য জপেই ভিউজ বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমি আশা করি। সাংবাদিকতার সব চাইতে বড় বিষয় হলো সত্য প্রকাশ। সত্য প্রকাশের কাছে কোনো বাধাই সাংবাদিকের সামনে প্রতিবন্ধক হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ভিউজ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এসময় আরেফিন সিদ্দিক আরও বলেন, এখন দেশের সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে পরিস্থিতি কী তা বলা প্রয়োজন। ভিউজ বাংলাদেশের ট্যাগলাইন প্রোমোটিং পজিটিভ বাংলাদেশ। বাংলাদেশের অনেক নেতিবাচক দিক রয়েছে কিন্তু আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে চাই।

ভিউজ বাংলাদেশ সব মানুষের কথা বলবে এমনটাই প্রত্যাশা: ড. কাজী খলিকুজ্জামান আহমদ


আমার কাছে মানুষ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিউজ বাংলাদেশ এ দেশের সব মানুষের কথা বলবে এমন প্রত্যাশা জানিয়েছেন অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ।

ভিউজ বাংলাদেশ গণমাধ্যমের একটি নতুন রূপ। এখানে খবরের পাশাপাশি বিশ্লেষণও প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, "যদিও দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে চিন্তা এবং উদ্বেগ রয়েছে। তবে ভিউজ বাংলাদেশের উচিত হবে এসব বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।”

এ ছাড়াও সত্য-ভিত্তিক তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে ভিউজ বাংলাদেশ এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করেন এই অর্থনীতিবিদ।

সাংবাদিকতায় বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে: আবুল কাসেম ফজলুল হক
সাংবাদিকতার ক্ষেত্রে বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক। তিনি আরও বলেন, "বিজ্ঞান একটি আশীর্বাদ নাকি অভিশাপ এই প্রশ্নটি প্রথম বিশ্বযুদ্ধের পরে উঠেছিল। ইউরোপ এবং আমেরিকা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে উদ্ভাবনে অবদান রাখার পরিবর্তে ধ্বংসাত্মক দিকের দিকে ঝুঁকেছিল।"

সাংবাদিকতার ক্ষেত্রে বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, "বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ; এটি নির্ভর করে মানুষ কীভাবে এর ব্যবহার করে তার ওপর।"

এদিকে, বিজ্ঞানের ইতিবাচক দিকগুলোর ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তাও বর্ণনা করেন এই শিক্ষাবিদ। তিনি বলেন, মন্দকে তলানিতে রেখে ভালোকে আলোকিত করতে হবে। মন্দকে চিরদিনের জন্য বাতিল করে দেওয়া সম্ভব হবে না। তাই আমাদের ভালোটা ভাবতে হবে।


মতমত প্রকাশের জন্য এমন একটি বাইলিঙ্গুয়াল ওয়েবপোর্টালের প্রয়োজন ছিল: মোহাম্মদ আবদুল মজিদ

রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, মতমত প্রকাশের জন্য এমন একটি বাইলিঙ্গুয়াল ওয়েবপোর্টালের প্রয়োজন ছিল। ভিউজ বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণ করবে। দেশের বাইরের নাগরিকরা আমাদের সম্পর্কে জানতে যেসব খবরের সূত্র ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে সেগুলো স্বার্থান্বেসি মহলের অপপ্রচার। ভিউজ বাংলাদেশ সেই শূন্যতা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


গণমাধ্যমের প্রধান কাজ দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠতা: শ্যামল দত্ত

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, মাত্র ২০ বছর আগে মিডিয়ার অবস্থা কী ছিল, আর আজকে কী অবস্থা তা বিবেচনা করতে হবে। এখন মূলধারার সংবাদমাধ্যমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম দাঁড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো সম্পাদকীয় চরিত্র নেই। এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা মিডিয়া বলি কীভাবে? মিডিয়ার প্রধান কাজ দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠতা। বড় বড় যত সহিংসতা হয়েছে, সব সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। এ ছাড়াও কেউ এখন আর সংবাদ পড়ার জন্য সংবাদপত্র পড়ে না, বিশ্লেষণ পড়ার জন্য পড়ে।

ভবিষ্যতের গণমাধ্যম কেমন হবে এখনই সে ব্যাপারে সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। শ্যামল দত্ত বলেন, সময়ের দাবি মাথায় রেখে আমাদের ভবিষ্যতের গণমাধ্যম কেমন হবে তা গঠন করতে হবে।


এদেশের প্রেক্ষাপটে ভিউজ বাংলাদেশ একটি নতুন উদ্যোগ: ওমর ফারুক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, ভিউজ বাংলাদেশ এদেশের প্রেক্ষাপটে নতুন একটি উদ্যোগ। সাংবাদিকতায় কতগুলো রীতির মধ্যে নিউজ এক জায়গায় এবং ভিউজ আরেক জায়গায় ছাপা হতো। সম্পাদকীয় হবে পত্রিকার নিজস্ব মতামত, উপ-সম্পাদকীয় হবে যারা লেখেন তাদের মতামত। এই দুই লেখারই নির্ধারিত কিছু পাঠক ছিল। তারা এসব লেখার জন্য অপেক্ষা করতেন। পত্রিকায় সেই বিষয়গুলো এখন প্রায় বিলুপ্ত। পরিবর্তন ভালো, নতুনত্বও ভালো। কিন্তু সব পুরাতনই খারাপ না। আমাদের অনেক পুরাতন জিনিস হারিয়ে গেছে, যা আমরা এখনও খুঁজে বেড়াই। ভিউজের এই উদ্যোগের মাধ্যমে যদি আমরা সেই পুরাতন কিছু খুঁজে পাই, তাহলে আমরা কৃতজ্ঞ হবো।


ভিউজ বাংলাদেশ প্রতিষ্ঠা একটি সাহসী উদ্যোগ: সৈয়দ ইশতিয়াক রেজা

গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ভিউজ নিয়ে একটি পোর্টাল প্রচার শুরু করেছে। এটি একটি সাহসী উদ্যোগ। তিনি মনে করেন, ক্ষমতা কাঠামোর মধ্যে যারা রয়েছেন তাদের নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। আমি আশা করি ভিউজ বাংলাদেশ প্রশ্ন করবে এবং জবাবদিহিতার জায়গা নিশ্চিত করার চেষ্টা করবে।

বাইলিঙ্গুয়াল সাইট প্রকাশ করা চ্যালেঞ্জিং: মহসীন হাবিব

ভিউজ বাংলাদেশ যে চ্যালেঞ্জ নিয়েছে তাকে দুঃসাহসিক উল্লেখ করে লেখক ও সাংবাদিক মহসীন হাবিব বলেন, বাইলিঙ্গুয়াল সাইট প্রকাশ করাও চ্যালেঞ্জিং। বাংলাদেশে কমপক্ষে এক হাজারের বেশি সাইট আছে। এই এক হাজার পোর্টালের ভেতর থেকে নিজেকে বের করে নেওয়ার চ্যালেঞ্জটা ভিউজ বাংলাদেশ নিতে পারবে বলে আমি বিশ্বাস করি।

ইংরেজিতে মতামত প্রকাশের জায়গা খুবই কম: মামুন আল মাহমুদ স্বপ্নীল
চিকিৎসক মামুন আল মাহমুদ স্বপ্নীল বলেন, বাংলাদেশে অনেক সংবাদমাধ্যম থাকলেও মতামত প্রকাশের জায়গা খুব কম, বিশেষ করে ইংরেজিতে। আমার প্রত্যাশা থাকবে ভিউজ বাংলাদেশ সেই চাহিদা পূরণ করবে।


ভিউজ বাংলাদেশ ভিন্ন ধারার খবর প্রকাশ করবে সে প্রত্যাশা: ড. জাহাঙ্গির আলম

কৃষি অর্থনীতিবীদ ড. জাহাঙ্গির আলম ভিউজ বাংলাদেশ ভিন্ন ধারার খবর প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ভিউজ বাংলাদেশ নির্ভরযোগ্য তথ্যের সমন্বয় ঘটাবে।


মানুষ ভিউজ বাংলাদেশকে সাদরে গ্রহণ করবে: জিয়াউদ্দিন আহমেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ভিউজ বাংলাদেশ নতুন ধরনের সংবাদ মাধ্যম হওয়াতে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি ভিউজ বাংলাদেশের এই যাত্রাকে স্বাগত জানান।


ভিউজ বাংলাদেশ মুক্ত মানসিকতার মানুষদের ঠিকানা হবে: নাসির আলী মামুন

আলোকচিত্রি নাসির আলী মামুন বলেন, আমি বিশ্বাস করি ভিউজ বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীন মানসিকতার মানুষদের জন্য একটি লেখার জায়গা। বড় বড় বিভিন্ন পত্রিকায় মতামতের জন্য সম্পাদক দায়ী থাকেন না। তবে মতামত দায়িত্ব নিয়ে উপস্থাপন করা উচিত।


সত্য মতামত প্রকাশ করা দুঃসাধ্য কাজ: মোহন রায়হান

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সত্যিকারের মতামত প্রকাশ করাকে দুঃসাধ্য বলে মনে করেন কবি মোহন রায়হান। তিনি বলেন, ভিউজ বাংলাদেশ যদি সত্যিকার অর্থে এই কাজ করতে পারে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।


ভিউজ বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান মাহবুব আজিজ

দৈনিক সমকালের উপ-সম্পাদক মাহবুব আজিজ ভিউজ বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি মনে করেন ভিউজ বাংলাদেশ সত্যিকার অর্থে মানুষের পক্ষে কাজ করবে।


ভিউজ বাংলাদেশ থেকে সাধারণ মানুষ উপকৃত হবে: মুশফিক ইনাম

বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান মুশফিক ইনাম বলেন, সংবাদমাধ্যমগুলো তা সংগ্রহ করে তাদের মতো করে। কিন্তু সেই সংবাদের বিশ্লেষণ আমরা কি আশা করছি, সেটা সংবাদ প্রকাশিত হওয়ার পরও ছিল না। ভিউজ বাংলাদেশ নামে দেখেই আমার মনে হচ্ছে, আমাদের প্রতিটি নাগরিকের একটি ঘটনাপ্রবাহ থেকে যে ভাবাব্যক্তি প্রকাশ হবে সেটা থেকে সবাই উপকৃত হবে।

ভিউজ বাংলাদেশ দায়িত্বশীল সংবাদ প্রকাশ করবে প্রত্যাশা মধুসূদন মন্ডলের
সাংবাদিক মধুসূদন মন্ডল ভিউজ বাংলাদেশের এই যাত্রাকে সাধুবাদ জানিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।


ভিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান শরীফা আখতারের শুভেচ্ছা বক্তব্য

ভিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান শরীফা আখতার পক্ষে শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনান ডালিয়া নিলুফার।


ভিউজ বাংলাদেশের শুভযাত্রা শুরুর এই বিশেষ মুহুর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পরম শ্রদ্ধেয় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আগত দেশের বিশিষ্ট গুণীজন, সম্মানিত অতিথি, ভিউজ বাংলাদেশের সম্মানিত লেখকবৃন্দ এবং ভিউজ বাংলাদেশের সাংবাদিক ও কর্মী ভাই-বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে ভিউজ বাংলাদেশের স্বপ্নযাত্রায় সঙ্গী হওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্মানিত সুধী,
আপনাদের জানাতে চাই, দায়িত্বশীল সাংবাদিকতা, বিশ্লেষণ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে বিশ্বের সামনে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় থেকেই ভিউজ বাংলাদেশের জন্ম। বাংলাদেশের পেশাদার সাংবাদিকতায় পরিচিত মুখ রাশেদ মেহেদী। তার সম্পাদনায় ভিউজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রার সঙ্গী হয়ে অনেক দূর এগিয়ে যাবে- আজকের এই আনন্দঘন মুহূর্তে সেটাই প্রত্যাশা।

সম্মানিত সুধী,
ভিউজ বাংলাদেশ ভিউজ নেটওয়ার্ক লিমিটেডের একটি উদ্যোগ। ডিজিটাল প্লাটফরমে সৃজনশীল কনটেন্ট তৈরিতে নতুন উদ্ভাবন ও চিন্তার প্রয়োগ নিয়েই ব্যতিক্রমী পথচলা ভিউজ নেটওয়ার্ক লিমিটেডের। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আপনাদের জানাতে চাই, ভিউজ বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সক্রিয় সহযোগিতা, সমর্থনে বাংলাদেশের প্রথম রিয়েল টাইম বাইলিঙ্গুয়াল ভিউজ প্লাটফরম হিসেবে "ভিউজ বাংলাদেশ" কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আপনাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।


সম্পাদকের বার্তা 

ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “ক্লিকবেটের বাইরে সিরিয়াস কনটেন্ট তৈরি করার স্বপ্ন নিয়েই ভিউজ নেটওয়ার্কের যাত্রা শুরু। বস্তুনিষ্ঠতার নামে হোক, কিংবা ভিউ বাড়ানোর জন্য হোক; যেটা প্রকৃতভাবে সংবাদ হওয়া দরকার-তার পরিবর্তে এমন কিছু আসছে যা হওয়া উচিত নয়। আমরা এমন সংবাদ দিতে চাই যা মানুষের কাজে লাগবে। আমরা আমাদের ভাবনাটা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে চাই। মতামতের জন্য সম্পাদক দায়ী নয়- আমরা এই মতবাদের সঙ্গে বিশ্বাসী নই। অবশ্যই মতামতের জন্য সস্পাদক দায়ী। সামাজিক মাধ্যমে যেকেউ মতামত দেয়, সেজন্য কোনো দায়িত্ব থাকে না। তাই আমাদের এখানে দায়িত্বের সঙ্গে মতামত প্রকাশিত হবে।“



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ