আপিল বিভাগের বিচারপতি হলেন এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগে পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
সোমবার (২৪ মার্চ) তাদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৪) সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংবিধানের অনুচ্ছেদ ১৫-এর দফা (১)-এ দেয়া ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে