Views Bangladesh Logo

হাসপাতালে ভর্তি এ আর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। রোববার (১৬ মার্চ) চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লন্ডন থেকে ফেরার পর অসুস্থ বোধ করেন এ আর রহমান এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

চিকিৎসকরা তার এই অবস্থার জন্য পানিশূন্যতাকে দায়ী করেছেন। তবে তারা আশ্বস্ত করেন, বর্তমানে তিনি স্থিতিশীল এবং বিপদমুক্ত।

জনপ্রিয় এই সংগীতশিল্পী ভারতের অন্যতম সংগীত পরিচালক। তামিল ও হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

ক্যারিয়ারে তিনি অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন, যার মধ্যে রয়েছে ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি অস্কার, দুটি গ্র্যামি, একটি বাফটা, একটি গোল্ডেন গ্লোব, ছয়টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ১৮টি ফিল্মফেয়ার পুরস্কার। ২০১০ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন।

রহমানের চলচ্চিত্র সংগীতের ক্যারিয়ার শুরু হয় ১৯৯০-এর দশকের গোড়ার দিকে মণি রত্নমের ‘রোজা’ চলচ্চিত্র দিয়ে। এরপর ‘বোম্বে’, ‘কাধলান’, ‘থিরুদা থিরুদা’ এবং ‘জেন্টলম্যান’-এর মতো জনপ্রিয় সিনেমায় সুর দেন তিনি। হলিউডে তার অভিষেক হয় ‘কাপলস রিট্রিট’ চলচ্চিত্রের মাধ্যমে, যা তাকে বিএমআই অ্যাওয়ার্ড ফর বেস্ট মিউজিক স্কোর এনে দেয়। তবে ‘স্লামডগ মিলিয়নিয়ারের’ মাধ্যমে তিনি বিশ্বজুড়ে সফলতা পান এবং দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেন। এর মধ্যে একটি হলো সেরা সুরকার এবং অপরটি হলো সেরা মৌলিক গানের জন্য।

সংগীতের বাইরেও মানবকল্যাণমূলক ও দাতব্য কাজের সঙ্গে যুক্ত এ আর রহমান। ২০০৮ সালে তিনি রোটারি ক্লাব থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ