Views Bangladesh Logo

বিসিবিতে মুজিব শতবর্ষে দুর্নীতির আলামত পেয়েছে দুদক

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালে মুজিববর্ষ পালন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আয়োজনে ২০ কোটি টাকা লোপাটের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিসিবিতে অভিযান চালানো প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দুদকের সদস্যরা জানান, তারা তিনটি বিষয়ে তদন্ত করতে বিসিবিতে এসেছেন। প্রথমত, মুজিব বর্ষের বিশেষ আয়োজনে বিসিবিকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। পরে সেই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হয়। কিন্তু সর্বসাকূল্যে মুজিব বর্ষে খরচ হয় মাত্র ৭ কোটি টাকা। ফলে ১৮ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে আরো ২ কোটি টাকা দুর্নীতি হয়েছে। অর্থাৎ মোট ২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

তারা আরও জানান, এরপর তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্বে দলগুলোকে অর্ন্তভুক্ত করা নিয়ে অভিযোগ রয়েছে। সেখানো কোনো নিয়ম মানা হয়নি।

অন্যদিকে, বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত ১০ কোটি ৬০ লাখ টাকা টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে বলে জানিয়েছিল বিসিবি। কিন্তু গত ১১তম আসরে আয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। টিকিট বিক্রি সংক্রান্ত ইস্যুতেও অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে তদন্ত করছে দুদক।

দুদকের সহকারী পরিচালক আল আমিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘মুজিব বর্ষে বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। তবে এখন পর্যন্ত ৭ কোটি টাকার ডকুমেন্টস দেখাতে পেরেছে বিসিবি। আর দুই কোটি টাকা মুখে খরচের কথা বলেছে। সবমিলিয়ে ১৯ থেকে ২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে। এছাড়া তৃতীয় বিভাগ বাছাইয়ে গত কয়েক বছর ২-৩টি দল অংশ নিতো। এবার নিয়েছে ৬০টি দল। এটা কি শুধুই এন্ট্রিফি কমানোর জন্য নাকি অন্য কারণে সেটা খতিয়ে দেখছে দুদক। এছাড়া বিপিএলের প্রথম ৮ আসরে টিকিট বিক্রি হইছে ১৫ কোটি টাকা আর একাদশতম আসরেই টিকিট বিক্রি হয়েছে ১৩ কোটি টাকা। এটা নিয়েও তদন্ত করছে দুদক।’

উল্লেখ, গত ফেব্রুয়ারির শুরুর দিকে দুর্নীতি খুঁজে বের করতে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে প্রধান করে তিন সদস্যের কমিটিতে রাখা হয়েছে সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরীকে।

এর আগে বিপিএলে বকেয়া পারিশ্রমিক ইস্যুতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি সত্যানুসন্ধান নামের বিশেষ কমিটি গঠন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ