Views Bangladesh

Views Bangladesh Logo

আন্দোলনকারী পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দাবি আদায়ে নিজ এলাকায় কর্ম বিরতিতে থাকা এমনকি বিদ্যুৎ বন্ধের হুমকির সঙ্গে জড়িত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন ইউনিটের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

ওই পাঁচ কর্মকর্তা হলেন- বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মানিকগঞ্জ পিবিএস’র সহকারী মহাব্যবস্থাপক (কারিগরি) সামিউল কবির ও বিপাশা ইসলাম এবং মানিকগঞ্জ পিবিএস’র উপ-মহাব্যবস্থাপক (এজিএম) রাজন কুমার দাস।

এ লক্ষে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক শহিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। টিমের অন্য দুই সদস্য হলেন- সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজালাল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ