Views Bangladesh Logo

অনিয়ম, দুর্নীতি তদন্তে বিএসইসিতে দুদকের অভিযান

 VB  Desk

ভিবি ডেস্ক

গের সরকারের আমলে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদনের মতো অনেক খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মুখপাত্র তানজির আহমেদ জানান, রোববার (২ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অভিযান চালান কমিশনের কর্মকর্তারা। এসইসি থেকে আইপিও অনুমোদনের সঙ্গে সম্পর্কিত রেকর্ড, কোম্পানিগুলোর জমা দেয়া প্রসপেক্টাস, অডিট রিপোর্ট এবং অন্য প্রয়োজনীয় নথি পর্যালোচনা করেছেন তারা।

পর্যালোচনায় দেখা গেছে, কোম্পানিগুলোর দাখিল করা জাল আয় ও সম্পদ বিবরণী এবং উইন্ডো ড্রেসিংয়ে তৈরি ব্যালেন্স শিটের বিপরীতে আইপিও অনুমোদন করা হয়েছিল।

অনেক ক্ষেত্রেই, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশ এবং পর্যবেক্ষণগুলো এই বিষয়ে বিবেচনায় নেয়া হয়নি, যা ব্যাপক অনিয়মের ভিত্তি তৈরি করেছে।

‘এছাড়া, প্রাইভেট প্লেসমেন্ট জালিয়াতি এবং ট্রেডিং, উচ্চ শেয়ার মূল্য নিয়ে বাজারে প্রবেশ, স্বল্প সময়ের মধ্যে বন্ড বিক্রি এবং মূল্যের দ্রুত অবমূল্যায়নের পরিপ্রেক্ষিতে বিএসইসি যথাযথ ব্যবস্থা নেয়নি।’

দুদক জানিয়েছে, ‘অবৈধ অনুমোদনের কারণে বাজারে প্রবেশের কয়েক দিনের মধ্যেই দুর্বল কোম্পানিগুলোকে নিম্নমানের ফার্ম হিসেবে জেড ক্যাটাগরিতে রাখা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিমটি সমস্ত রেকর্ড পর্যালোচনা করে কমিশনে সম্পূর্ণ প্রতিবেদন জমা দেবে।

তানজির বলেন, এর ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।

আওয়ামী লীগ সরকারের শেষ চার বছর ধরে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী শিবলী রুবায়াত উল ইসলাম গত বছর গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন।

মনার্ক হোল্ডিংস লিমিটেডকে ব্রোকার হাউস লাইসেন্স দিতে ৩৭.৬ মিলিয়ন টাকা ঘুষ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও শুরু করেছে কমিশন।

এসইসিতে বেক্সিমকো গ্রিন সুকুক এবং আইএফআইসি আমার বন্ডের বিরুদ্ধেও তদন্ত করছে দুদক।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং আইএফআইসি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান সালমান এফ রহমানও এখন কারাগারে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ