টিউলিপ সিদ্দিকের তথ্য চেয়ে ১২ দেশে দুদকের চিঠি
শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সাবেক অর্থনৈতিক সচিব ও নগর মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্য ছাড়াও অন্যান্য দেশ তথ্য দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টিউলিপ ছাড়াও অর্থপাচারসহ অভিযুক্ত অন্য কয়েকজনের বিরুদ্ধে ১০ থেকে ১২টি দেশে তথ্য চেয়েছে সংস্থাটি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, যুক্তরাজ্য ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পাচারকৃত অর্থ উদ্ধারে সহায়তার আশ্বাস দিয়েছে। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে পাচারকৃত অর্থ উদ্ধার করা যাবে।
এদিকে রবিবার আব্দুল হাই বাচ্চু এবং তার পরিবারের বিরুদ্ধে দুদক চারটি মামলা করেছে বলে জানিয়েছে দুদক। প্রাথমিক তদন্তে দেশের দুটি ব্যাংকের মাধ্যমে তার কানাডায় ২১৭ কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে বলেও জানান দুদক কর্মকর্তা আখতার হোসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে