Views Bangladesh Logo

বেনজীরের স্ত্রী-কন্যাদের জিজ্ঞাসাবাদ ২৪ জুন: দুদক

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৪ তারিখ তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে গতকাল রোববার (৯ জুন) জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে বেনজীরের স্ত্রী জীশান মির্জা ও তার মেয়েরা গতকাল দুদক-এ হাজির না হয়ে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুন তাদের জিজ্ঞাসাবাদের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে দুদক-এর একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র থেকে জানা যায়, বেনজীরের স্ত্রী জীশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীর কমিশনে উপস্থিত না হওয়ায় গতকাল শুনানি হয়নি। তাদের আগামী ২৪ জুন দুদক-এ হাজির হতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে জিজ্ঞাসাবাদের কথা ছিল দুদক-এর। তিনিও সেদিন হাজির না হয়ে ১৫ দিন সময়ের আবেদন করেন। পরবর্তীতে আগামী ২৩ জুন বেনজীরকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করে দুদক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ