Views Bangladesh

Views Bangladesh Logo

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে।

দুদকের মহাপরিচালক আখতার হোসেন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নসরুল হামিদের বিরুদ্ধে ৩৬ কোটি ৩৭ লাখ টাকার আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

তার ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে ২০ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।

এর আগে, গত ২০ আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নসরুল হামিদ এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে।

২১ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বনানীতে নসরুল হামিদের মালিকানাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ১ কোটি টাকা, একটি আগ্নেয়াস্ত্র এবং ৫০ রাউন্ড গুলি জব্দ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ