Views Bangladesh

Views Bangladesh Logo

এমপি আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত শিমুলের সহযোগী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৯ মে ২০২৪

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা মেম্বারকে গ্রেপ্তার করেছে যশোরের ডিবি পুলিশ। মঙ্গলবার (২৯ মে) রাতে শহরের চাঁচড়া বাবলাতলার একটি মৎস্য হ্যাচারির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় সিম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের ধারণা, এমপি আনার হত্যার সময় অভিযুক্ত শিমুলের সহযোগী ভারতে উপস্থিত ছিলেন। গত ১৯ মে তিনি ভারত থেকে যশোরে ফেরেন।

যশোরের ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, সাইফুল আলম নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। একইসাথে শিমুল ভ‚ইয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করেন সাইফুল।

এসআই মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে চাঁচড়া বাবলাতলার আমিনের মৎস্য হ্যাচারিতে তারা অভিযান চালান। এ সময় সেখান থেকে সাইফুল আলম মোল্লা মেম্বারকে গ্রেপ্তার করা হয়। আটক সাইফুল আলম মোল্লা মেম্বার অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি শীর্ষ চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা।

তিনি আরও জানান, সাইফুল আলম মোল্লা মেম্বার এক সময় মাছের ব্যবসা করতেন। সেই সূত্র ধরে ৫ দিন আগে চাঁচড়া বাবলাতলায় এসে তিনি আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সাতক্ষীরা সীমান্ত এলাকায় অবস্থান করে তিনি ভারতে যোগাযোগ করতেন। ভারতীয় সিম দিয়ে তিনি ভারতের বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতেন। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ভারতে ছিলেন না বলে দাবি তার।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর ২২ মে কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয়। এমপি আনারকে খুনের পর তার মরদেহ লোপাট করার জন্য আগে থেকেই সেখানে হাজির ছিলেন এক কসাই। তিনি এমপি আনারের দেহের হাড়-মাংস আলাদা করেন এবং তার খুলি চার টুকরো করা হয়। এরপর দেহাংশ ট্রলি ব্যাগে ভরে কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়। ওই ঘটনার তদন্তে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করল বাংলাদেশ পুলিশ। অন্যদিকে একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ