Views Bangladesh

Views Bangladesh Logo

তামিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিল থেকে র‌্যাব-৩-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্যা জানানো হয়।

সেখানে বলা হয়, ‘বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।’

এই মামলার প্রধান দুই আসামির অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। তারা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাময়িক বরখাস্ত হওয়া উপ-পরিচালক মামুন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। যেখানে মামুন এক নম্বর এবং বিএনপি নেতা রবি এজাহারনামীয় তিন নম্বর আসামি।

ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১০ অক্টোবর সকালে তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন নিহতের বাবা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ