Views Bangladesh Logo

অভিনেতা অলিউল হক রুমী মারা গেছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেতা অলিউল হক রুমী মারা গেছেন। সোমবার (২২ এপ্রিল) ভোররাতে ক্যান্সারের কাছে পরাজিত হয়ে চিরবিদায় নিলেন তিনি।

জানা যায়, কয়েক মাস আগে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বিটিভি’র আলোচিত 'কোন কাননের ফুল' নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল অলিউল হক রুমীর। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মঞ্চ নাটকেও অভিনয় করেছেন একসময়।

তাঁর অভিনীত 'এখনো ক্রীতদাস' বেশ সাড়া জাগানো একটি মঞ্চনাটক। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

অলিউল হক রুমীর গ্রামের বাড়ি বরিশালে। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন তিনি। সর্বশেষ তার অভিনীত নাটক 'বকুলপুর'। নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ