অভিনয়শিল্পী সংঘ’-এর সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু
টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ মামুন অপু।
শনিবার (এপ্রিল ১৯) রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় দিনব্যাপী ভোটগ্রহণ হয়। রাত নয়টায় নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে আজাদ আবুল কালাম প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ রানার বিপক্ষে। সাধারণ সম্পাদক পদে শাহেদ শরীফ খানকে পরাজিত করেন রাশেদ মামুন অপু।
নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন আর এ রাহুল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে