না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ
টেলিভিশন অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গুলশান আরা আহমেদের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করা হয়। যেখানে বলা হয়েছে, ‘আমার মা গুলশান আরা আহমেদ আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। তাকে আজই ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হবে।’
নির্মাতা কাজল আরেফিন অমি শোক জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তিনি কাবিলার মা—নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রটি করেছিলেন। আপনাকে খুব মিস করব, আপা। আল্লাহ যেন তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার।
সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে