Views Bangladesh Logo

শুটিংসেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি তটিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে আসন্ন ঈদুল আজহার একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সেখানে শুটিং করতে গিয়ে রোববার গুরুতর আহত হন তিনি। এ বিষয়টি সংবাদমাধ্যমকে করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

এ বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। আজকে সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপাতত ভালো আছে সে।

জানা গেছে, রোববার (১১ মে) চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে 'মন মঞ্জিলে' নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী এবং তৌসিফ। শুটিং চলাকালীন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরতর আঘাত পান এই অভিনেত্রী। এরপর তাকে দ্রুত ম্যাক্স হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে সেহেতু সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। তাকে কথা বলতে নিষেধ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ