এডিবির ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ
বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি খাতের শতাধিক প্রকল্পে ১৭.৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যার অধিকাংশই জীবাশ্ম জ্বালানিভিত্তিক বলে জানিয়েছে এনজিও ফোরাম অন এডিবি।
সংস্থাটি বলছে, এডিবির এমন একমুখী বিনিয়োগ নীতিতে দেশের জ্বালানিখাতে ক্রমশ ঝুঁকি বাড়ছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে ‘বাংলাদেশের জ্বালানি খাতে এডিবি’র বিনিয়োগ ঝুঁকি উন্মোচন’ শীর্ষক সংবাদ সম্মেলনে দেশের জ্বালানিখাতে এডিবির দীর্ঘদিনের বিনিয়োগ মডেলের কড়া সমালোচনা করে জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত তিনটি মূল দাবি হচ্ছে, জীবাশ্ম জ্বালানিতে সব অর্থায়ন বন্ধ ও ন্যায্য জ্বালানি রূপান্তরে সমর্থন, প্রকৃত সুরক্ষা বাস্তবায়ন ও এফপিআইসি (ফ্রি, প্রায়োর এবং ইনফর্মড কনসেন্ট) নিশ্চিত ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি রাখা এবং কার্বন মার্কেট, গ্রিনওয়াশিং ও কর্পোরেট স্বার্থের নামে ছদ্ম জলবায়ু সমাধান প্রত্যাখ্যান।
এডিবির ৫৮তম বার্ষিক সাধারণ সভার আগে এনজিও ফোরামের সঙ্গে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।
সংবাদ সম্মেলনে ছিলেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক রায়ান হাসান এবং ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে