Views Bangladesh

Views Bangladesh Logo

নগদে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি আগামী এক বছরের জন্য ডাক বিভাগের এ ডিজিটাল লেনদেন সেবা তত্ত্বাবধান করবেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদমর্যাদার এ প্রশাসককে সহায়তার জন্য নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আরও ছয় কর্মকর্তাকে নিয়োগ করা হয়।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ আদেশে এ নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

এদিন নগদের আগের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নতুন প্রশাসক বৃহস্পতিবার থেকে দায়িত্ব নেবে। প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর আর্থিক নিরীক্ষার পর নগদের ভবিষৎ সম্পর্কে জানা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক প্রশাসক নিয়োগের তথ্য জানিয়ে বলেন, তারাই এখন থেকে প্রশাসনিক কার্যক্রম চালাবে।

প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারকে, যিনি এখন চট্টগ্রাম অফিসে কর্মরত রয়েছেন। আদেশে বলা হয়েছে, “তাকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক এক বছরের জন্য প্রশাসক নিয়োগ করা হল।”

একইসঙ্গে, বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১ এর অভ্যন্তরীণ এ আদেশে প্রশাসকের সহায়ক কর্মকর্তা হিসেবে ছয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

তারা হলেন, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্ল্যাহ, পলাশ মন্ডল, উপ-পরিচালক চয়ন বিশ্বাস, মোঃ আইয়ুব খান ও মতিঝিল অফিসের যুগ্ম পরিচালক আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ