৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের বাঘলান শহর থেকে প্রায় ১৬৪ কিলোমিটার পূর্বে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে। প্রাথমিকভাবে ইএমএসসি এই ভূমিকম্পের মাত্রা ৬.৪ বলে জানিয়েছিল, যা পরে সংশোধন করে ৫.৬ করা হয়।
ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ভৌগোলিক কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটির ভূমিকম্পের একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত তিন দশকে আফগানিস্তানে ভূমিকম্পের কারণে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।
১৯৯১ সালে হিন্দুকুশ অঞ্চলে সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নে মোট ৮৪৮ জনের মৃত্যু হয়।
এরপর ১৯৯৭ সালে ইরানের খোরাসানের কায়েন শহরে সীমান্তবর্তী অঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তান ও ইরানে ১৫০০ জনের বেশি নিহত হয় এবং ধ্বংস হয় ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি।
১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে ও তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সংঘটিত এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৪ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে শুধু আফগানিস্তানেই নিহত হন প্রায় ২ হাজার ৩০০ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে