Views Bangladesh

Views Bangladesh Logo

অপরাহ্নের সারসংক্ষেপ

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

একনজরে বিকাল চারটা পর্যন্ত প্রধান সংবাদ (৯ সেপ্টেম্বর)

লাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
লাইফ সাপোর্টে আছেন বাংলাদেশের কিংবদন্তি চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। গুরুতর অসুস্থ হওয়ায় গত বুধবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার।

বদলি নেমে পর্তুগালকে জেতালেন রোনালদো
উয়েফা নেশন্স লিগের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও স্কটল্যান্ড। ম্যাচে ২-১ গোলে জিতেছে পর্তুগিজরা। একাধিক সুযোগ হাতাছাড়ার ম্যাচে বদলি নেমে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আসরে টানা দুই ম্যাচে নিজের গোলের পাশাপাশি দলকেও জেতালেন সিআরসেভেন। ম্যাচের শুরুতেই ছিল স্কটিশদের দাপট। প্রথমার্ধের সপ্তম মিনিটে স্কট ম‍্যাকটোমিনের গোলে এগিয়ে যায় তারা।

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

গতকাল রোববার রাতে দেশটির মধ্যাঞ্চলে হামলার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বিস্ফোরণে নিহত ৪৮
নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের পর অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।

রবিবার (৮ সেপোটম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানান, গবাদি পশু নিয়ে জ্বালানি ট্যাংকারটি উত্তর-মধ্য নাইজার রাজ্যের আগাই এলাকায় যাচ্ছিল। এসব পশুর মধ্যে ৫০টির মতো আগুনে পুড়ে মারা গেছে। দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

ছাত্রলীগ নেতা মাসুদের হত্যাকারীদের বিচার চাইলেন জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাটাসের মাধ্যমে তিনি এ দাবি করেন।

জয় বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ। জামাত-শিবির তার এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে। তখন বাকি হাত-পাগুলোর রগও কেটে দিয়েছিল। ১০ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিল। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল। আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত-শিবিরের সন্ত্রাসীরা।’

২৫ জেলায় নতুন ডিসি
দেশের ২৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এবার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যু
এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরও একজন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকার মেইন পিলার ৩৯৩ এর পাশে এই ঘটনা ঘটে।

নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহ(১৫) উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। অন্যদিকে আহতদের মধ্যে জয়ন্তের বাবা ছাড়াও আরেকজন হলেন- ধনতলা ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

বিডিআর বিদ্রোহ মামলা
১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় মোশাররফ হোসেন কাজলসহ ১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (৯ সেপ্টেম্বর) চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শুরু করা হবে।

ঘুষ-দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঘুষ খাওয়া চলবে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ঘুষ-দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশুলিয়ায় আজ ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি
চলমান শ্রমিক অসন্তোষের জেরে সোমবার (৯ সেপ্টেম্ব) সাভারের আশুলিয়ায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।

তবে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের অন্যান্য এলাকাগুলোতে অবস্থিত কারখানাগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

বিজিএমইএ সূত্র জানায়, বেলা ১২টা পর্যন্ত তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আজ এই অঞ্চলের অনন্ত, শারমীন, হামীম, স্টারলিং গ্রুপসহ ৬৮টি গ্রুপ/কোম্পানির কারখানা স্ব-বেতনে (লিভ ইউথ পে) বন্ধ আছে। যেসব কারখানা খোলা ছিল, তার মধ্যে ১৩টি গ্রুপ/কারখানার শ্রমিকরা আজ কাজ না
করে কারখানা থেকে বেরিয়ে যান।

তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তাদের এ সড়ক অবরোধের
কারণে চারদিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ