Views Bangladesh

Views Bangladesh Logo

শ্রদ্ধা-ভালোবাসায় চিরবিদায় নিলেন অঘোর মন্ডল

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

হকর্মী-স্বজনসহ ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে পরপারে চলে গেলেন ক্রীড়া জগতের কিংবদন্তি সাংবাদিক অঘোর মন্ডল। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলেন ৫৮ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন অঘোর মন্ডল। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল ক্রিটিনিয়ন। ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির সমস্যাটি নিয়ন্ত্রণে আসে অনেকটা। তবে গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেদিনই শারীরিক পরিস্থিতি আরও জটিল হলে সাধারণ কেবিন থেকে স্থানান্তর করা হয় আইসিইউতে। শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতিতে ১৩ সেপ্টেম্বর আইসিইউতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। সেখান থেকে আর ফেরানো যায়নি অঘোর মন্ডলকে।

গতকাল রাত আটটার পরে অঘোর মন্ডলকে নিয়ে আসা হয় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে, এরপর শেষ কর্মস্থল এটিএন নিউজে। খেলোয়াড়, সংগঠক এবং সহকর্মীরা শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো শেষে রাতেই পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে ক্রীড়া সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র ছিলেন অঘোর মন্ডল। দেশের ক্রীড়া সাংবাদিকতার খোলনলচে পাল্টে আধুনিকতার ছোঁয়া দিতে অবদান রাখা ফরহাদ টিটো-উৎপল শুভ্রদের পাশে উচ্চারিত হয় তার নামও। তিনি বাংলাদেশের ক্রিকেটের পালাবদল দেখেছেন এবং অনেক ক্রিকেটারের অজানাকে তুলে এনেছেন তার কলমে। অসাধারণ প্রতিভাবান এই ক্রীড়া সাংবাদিক শুধু ক্রিকেটই নয়, ফুটবল, হকি, সাঁতার সব বিষয়ে পারদর্শী ছিলেন। দেশ-বিদেশে কাভার করেছেন বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক, এশিয়ান গেমসসহ টেস্ট ও ওয়ানডেসহ অনেক আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট ও ইভেন্ট। কাজের সুবাদে ভ্রমণ করেছেন বিভিন্ন দেশে।

শত ব্যস্ততার মাঝেও মাসে অন্তত ক্রীড়া বিষয়ক একটা হলেও নিয়মিত কলাম লিখতেন এই ক্রীড়া সাংবাদিক। পত্র-পত্রিকায় তার সেসব ক্ষুরধার লেখনির ভক্ত ছিলেন ক্রীড়াপ্রেমীরা। বেশ কিছু বইও লিখেছেন অঘোর মন্ডল, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এক্সট্রা টাইম’ ও ‘এক্সট্রা কাভার’।

বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে রাজনীতি ও অন্য বিষয় নিয়েও কলাম লিখে সমান জনপ্রিয় হন অঘোর মন্ডল। টকশো উপস্থাপক-আলোচক আর নানা অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও নাম-ডাক ছিল তার।

অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।এক সময় তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন, ২০১৭ সালে কিছুদিনের জন্য হয়েছিলেন ভারপ্রাপ্ত সভাপতিও।

সাংবাদিক হিসেবে ঢাকায় অঘোর মণ্ডলের এই বর্ণাঢ্য যাত্রার শুরুটা দৈনিক জন্মভূমিতে হলেও নব্বইয়ের দশকে দৈনিক আজকের কাগজ দিয়ে শুরু তার ক্রীড়া সাংবাদিকতা জীবন। কিছুকালের মধ্যেই দৈনিক ভোরের কাগজে যোগ দেন এবং তার দীর্ঘ স্বর্ণসময় কেটেছে এখানেই। নব্বইয়ের দশকের শেষ ভাগের সেই সময়টা এতোটাই বর্ণাঢ্য যে আমৃত্যু তার সর্বজনীন পরিচয় ‘ভোরের কাগজের অঘোর মণ্ডল’। সব মিলিয়ে ৫৮-তে থামা অঘোর মণ্ডলের সাংবাদিকতার বয়স প্রায় ৩৫ বছর। এই পত্রিকাটির মাধ্যমে বর্তমান সময়ের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার হাত ধরেই। এর আগে-পরে লাল-সবুজ, দৈনিক বাংলা, বাংলার বাণীতেও রেখেছেন মেধা-প্রতিভার অনন্য স্বাক্ষর।

টিভি চ্যানেল, অনলাইন নিউজপোর্টালও বাদ যায়নি তার গুণের স্পর্শ থেকে। একবিংশ শতাব্দীর প্রথম দশকে প্রিন্ট মিডিয়া ছেড়ে তিনি ইলেকট্রনিক মিডিয়ায় যোগ দেন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই, দীপ্ত টিভি ও এটিএন নিউজের হয়ে কাজ করেছেন। ক্রীড়া সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে ছিলেন বার্তা সম্পাদকের দায়িত্বেও। সর্বশেষ কর্মস্থল এটিএন নিউজের ডিজিটাল অ্যান্ড নিউ মিডিয়ার বার্তা সম্পাদক পদে থেকেই থেমে গেল অঘোর মন্ডলের কর্মময় পথচলা, মরণের আবরণে থেমে গেল ক্ষণজন্মা জীবনযাত্রাও।

নানা ইভেন্টের খেলাকে জনপ্রিয় ও সেসবের উন্নয়নে অঘোর মন্ডলের ভূমিকা স্মরণ করে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণে। তার মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি এবং আরও অনেক সংগঠন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ