Views Bangladesh

Views Bangladesh Logo

এয়ার এরাবিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন ১৯৮ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১০ মে ২০২৪

যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। এতে প্রাণে বেঁচে যান সাত ক্রুসহ ১৯৮ জন যাত্রী।

শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সকাল ৮টা ৪০ মিনিটের দিকে যান্ত্রিক ত্রুটি নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে ছিল। সেখানে ১৯১ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিল।’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি-৯৫২৬। কিন্তু মাঝ–আকাশে হাইড্রোলিক প্রেশারে সমস্যা শনাক্ত করেন বিমানটির ক্যাপ্টেন। এ বিষয়টি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল রুমকে জানানো হয়। এরপর পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। তবে অবতরণের পরপরই রানওয়েতে বন্ধ হয়ে যায় বিমানটি। প্রায় ১২ মিনিট পর সেটিকে নিরাপদে টেনে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ