Views Bangladesh

Views Bangladesh Logo

বিমানবন্দর সড়কে আজ থেকে ১২ দিনের যানজট সতর্কতা

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

রাজধানীর বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত আজ (রোববার, ৫ মার্চ) থেকে আগামী ১৮ মার্চ প্রতিদিন সকাল ৬টা থেকে সড়কের উন্নয়নকাজ চলবে। ফলে ওই পথে যানজট সৃষ্টির আশঙ্কা আছে। তাই ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলের জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (৪ মার্চ) সওজ-এর প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত) সড়কে পূর্ব ও পশ্চিম পাশে আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে ১৮ মার্চ (রোববার) সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়নকাজ চলবে। সড়ক উন্নয়নকাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ওই করিডরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ