Views Bangladesh Logo

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার নেতৃত্বে আকাশ-মোজাম্মেল

মাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকাশ আলী ও আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোজাম্মেল হক।

শনিবার (৩ মে) ঢাবি ক্যাম্পাসে ২১তম কাউন্সিলে ১১ সদস্যের এ কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, মতিয়ার রহমান, রাজেকুজ্জামান জুয়েল, আহমেদ আরাফ, আসাদুজ্জামান আসাদ, মো. ইহতেশাম মুহিব, ইয়াসির আরাফাত, তফসিরুল্লাহ, তাজবির আহমেদ ও হৃদয় হাওলাদার।

কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী। অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ ও সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা।

সংগঠনের ঢাবি শাখার বিদায়ী সভাপতি সাদেকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে কাউন্সিল সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক।

উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ ও শিক্ষা সংকোচনে সৃষ্ট নানাবিধ সংকটের সমাধানে এবং শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ