Views Bangladesh Logo

১৪ দলের শরিকদের ৭ আসন ছাড়ল আওয়ামী লীগ

 VB  Desk

ভিবি ডেস্ক

৪ দলের শরিকদের জন্য ৮টি আসন ছাড়তে সম্মত হয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জোট সমন্বয়ক আমির হোসেন আমুর বাসায় ১৪ নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

বৈঠকের একটি সূত্র জানিয়েছে, জোট শরিকদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি, বাংলাদেশ সুপ্রিম পার্টিকে একটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়েছে আওয়ামী লীগ।

ওয়ার্কার্স পার্টি পেয়েছে বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১। জাসদ কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, ও বগুড়া–৪, জেপি পিরোজপুর-২ আসন।

এর মধ্যে বরিশাল–৩ আসনে প্রার্থিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু মনোনয়নপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া–২ আসনে আর জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করছেন পিরোজপুর–২ আসন থেকে।

এছাড়া চট্টগ্রাম–২ আসন থেকে প্রার্থিতা করবেন সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন, রাজশাহী-২ এ ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ এ একই দলের মোস্তফা লুৎফুল্লাহ আহসান, লক্ষীপুর-৪ এ জাসদের মোশারফ হোসেন নির্বাচন করবেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ