Views Bangladesh

Views Bangladesh Logo

ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১০ নভেম্বর ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রোম সংবিধির ১৫ নম্বর অনুচ্ছেদে অভিযোগ করা হয়েছে।

প্রফেসর ইউনূস ছাড়াও অভিযোগে আসামি করা হয়েছে ইউনূসের উপদেষ্টা পরিষদের সব সদস্য এবং বৈষম্যবিরোধী জোটের সব ছাত্রনেতাকে।

শুক্রবার (৮ নভেম্বর) অভিযোগটি করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওবার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী ও পুলিশ বাহিনীর সদস্যরা নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন।’

‘আমরা আইসিসির কাছে এ অভিযোগের সব তথ্য ও প্রমাণ জমা দিয়েছি। মূল অভিযোগের সঙ্গে প্রায় ৮০০ পৃষ্ঠার নথি সংযুক্ত করা হয়েছে’- বলেন তিনি।

ভিডিওবার্তায় বলা হয়, খুব শিগগিরই আইসিসির কাছে এ ধরনের আরও ১৫ হাজার অভিযোগ করার ব্যাপক প্রস্তুতি চলছে। একে একে অভিযোগ করবেন ক্ষতিগ্রস্তরা।

কয়েক সপ্তাহের বিক্ষোভ ও সংঘর্ষে ছয় শতাধিক মানুষ নিহত হওয়ার পর গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬) ভারতে চলে যান। ৮ আগস্ট নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এরপর বন্দরনগরী চট্টগ্রামে ইসকনের সমালোচনা করে ফেসবুকে পোস্ট শেয়ার ঘিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে গত ৫ নভেম্বর রাতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী।

ভারত বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আরও উত্তেজনা তৈরি করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ