Views Bangladesh Logo

সিলেটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, মুক্তিপণ দিয়ে উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

মুক্তিপণের দাবিতে সিলেটে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণের পর কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তদের মুক্তিপণ দিয়ে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করা হয়।

একাধিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নগরীর সুবিদবাজার এলাকায় যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ। সুবিদবাজার এলাকায় পৌঁছানোমাত্র মোটরসাইকেলে করে আসা কয়কজন যুবক তার অটোরিকশার গতিরোধ করে এবং অস্ত্রের মুখে তাকে জিম্মি করে অন্য একটি অটোরিকশার মাধ্যমে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এরপর মিসবাহ সিরাজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে তার পরিবারের লোকজনের কাছে ফোন দিয়ে কোটি টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে অপহরণকারীদের মুক্তিপণ দেয়া হলে রাত সাড়ে ৩টায় তাকে গুরুতর অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

সূত্রে আরও জানা যায়, উদ্ধারের পর শুক্রবার ভোররাত ৪টায় মিসবাহ উদ্দিন সিরাজকে সিলেটের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন রাতেই তার শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর শনিবার সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান।

এদিকে তার মেয়ে মুনতাহা আহমদ মিসবাহ বলেন, আমার বাবার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য উনাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিসবাহ উদ্দিন সিরাজের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছাড়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন। পুরো ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ