Views Bangladesh Logo

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর আড়ংয়ের সামনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘অনেকে বলে আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি, আসলে আমরা কোনো সমাবেশ করছি না। আমরা এখানে যৌথসভা করছি। আগামীকাল (আজ) শনিবার আমাদের মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকায় আমরা একটি শান্তি ও উন্নয়ন সমাবেশ করব। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ