ফাহামিদুলকে ফেরানোর চেষ্টার মধ্যেই আলফাজের দুঃখপ্রকাশ
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেখানে বাদ পড়েছেন ইতালির সিরি-ডি লীগের খেলোয়ার বাংলাদেশি বংশোদ্ভূত ফাহামিদুল ইসলাম। তার বাদ পড়ার পরই বিষয়টি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশে ফুটবল অঙ্গন।
এই ইতালি প্রবাসী ফুটবলার দলের সঙ্গে সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কিন্তু ক্যাম্প থেকেই ইতালি ফিরে গেছেন এই তরুণ ফরোয়ার্ড। তার চলে যাওয়ার কারণ হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা জানালেন, দলের সঙ্গে মানিয়ে নিতে পারেনি ফাহামিদুল। এজন্য তার আরো সময়ের প্রয়োজন। কিন্তু এই ফুটবলারকে দলে ফেরাতে আন্দোলন করছেন ফুটবলপ্রেমীরা। জানা গেছে ফাহামিদুল ইস্যুতে ক্রীড়া উপদেষ্টাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, যেভাবে প্রবাসী ফুটবলারদেরকে জাতীয় দলে ভেড়ানো হচ্ছে, এতে দেশের ফুটবলার ক্ষতিগ্রস্ত হবেন- এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ আহমেদ। বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্বে থাকা এই ফুটবলার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানান, এই মন্তব্যের জন্য রীতিমতো ‘হুমকি’ পাচ্ছেন তিনি।
আলফাজের মন্তব্যে ফাহামিদুলকেও ইঙ্গিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, ইতালি প্রবাসী এই প্রতিভাবান ফুটবলারকে ইচ্ছা করেই নাকি বাদ দেওয়া হয়েছে! কেননা সৌদি আরবের ক্যাম্পে ফাহামিদুল প্র্যাকটিসে খুবই ভালো করেছেন। তার স্পিড আছে। তার ড্রিবলও দারুন। প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিকও করেছেন। ফুটবল অঙ্গনেরই অনেকে অভিযোগ করেছেন- সিন্ডিকেটের খেলোয়াড়দের জায়গা দিতেই জোর করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোচকে। ফাহিম নামের একজন খেলে ওই পজিশনে। এই খেলোয়াড়ের ফর্ম চূড়ান্ত রকমের বাজে। কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে খেলেন, তাই জাতীয় দলে তাকে রাখা হয়েছে। এমন বেশ কয়েকজন ফুটবলার আছেন জাতীয় দলে, যারা কিংসের হয়ে এই মৌসুমে শুধু বেঞ্চে বলেই কাটিয়েছেন।তাদেরও জাতয়ি দলে ডাকা হয়েছে বাফুফেতে বসুন্ধরা কিংসের আধিপত্তের কারণে।
তবে জানা গেছে, ফাহামিদুলের বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। অন্যদিকে, সবার কাছে ক্ষমা চেয়ে আলফাজ আহমেদ ফেসবুকে লেখেছেন, ‘গত কিছুদিন ধরে বিভিন্ন ইন্টারভিউতে আমাকে করা কিছু প্রশ্নের জবাবে আমি দেশের ফুটবলের স্বার্থে কিছু মত প্রকাশ করেছিলাম,স্বাধীন দেশে ব্যক্তিস্বাধীনতা আমাদের সবারই আছে, তাই আমার মতামতের প্রেক্ষিতে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করেছেন বা করছেন। আপনাদের সকলের মন্তব্যকে আমি শ্রদ্ধা করি, আমার সব বক্তব্যই আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে তা আমিও আশা রাখিনা। আমার কথাগুলো আপনাদের সকলের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি।’
তিনি আরো লিখেন, ‘আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কখনোই জাতীয় ফুটবল ফেডারেশন কোন সিদ্ধান্ত জানাবেনা। কিংবা আমার মন্তব্যের জন্য জাতীয় দল গঠন হবেনা। আমি দেশের জন্য হয়তো কোনো অবদান রাখতে পারিনি ,তবে দেশের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে অবশ্যই কিছু আশা রাখি। আপনাদের মতো আমিও এই দেশের ফুটবলকে ভালবাসি। বাকি সবার মত আমিও চাই দেশের ভালো সম্মান অর্জন হোক। ফাহমিদুলের দ্বারা যদি দেশের সম্মান আনা যায় তবে আপনাদের সাথে আমিও একমত। বর্তমানে এই ইস্যুর কারণে আমাকে এবং আমার পরিবারকে ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে , এভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ করছি এবং আমার বক্তব্যের জন্য যদি কেউ ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন বা কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্যও আমি দুঃখিত।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে