Views Bangladesh Logo

সোমবার চট্টগ্রাম সিটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঘূর্ণিঝড় রিমলের ক্ষয়ক্ষতি এড়াতে আগামীকাল সোমবার চসিকের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।

রবিবার (২৬ মে) বিকালে নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে এক জরুরি প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, “সোমবার চসিক-এর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় ‘রিমল’ আঘাত হানলে ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ব্যবহার করা হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ