Views Bangladesh

Views Bangladesh Logo

‘অল আইজ অন রাফা’ এই স্লোগানটির ভাইরাল হওয়া ছবি ৪৪ মিলিয়ন বার শেয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

ফিলিস্তিনের গাজার রাফাহ শহরের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যা বয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অল আইজ অন রাফা’ শ্লোগানটি নিয়ে। এরইমধ্যে এই স্লোগানটির ভাইরাল হওয়া ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৪ মিলিয়ন বার শেয়ার হয়েছে।

এএফপি জানায়, গত রোববার রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতের তাঁবুর ভেতরে থাকা ৪৫ জন মারা যায়। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনায় ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

এ হত্যাকাণ্ডের পর জাতিসংঘের এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, ‘গাজা অঞ্চল পৃথিবীর বুকে নরকে পরিণত হয়েছে। পরিবারগুলো আশ্রয় খুঁজছে, যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু গাজা উপত্যকায় নিরাপদ জায়গা বলে কিছু নেই। এখানে কেউ নিরাপদ নয়; বেসামরিক লোকও নয়, আবার কোনো সংস্থার কর্মী নয়। কাউকে রেহাই দেয়া হয়নি। আমাদের দরকার এখন যুদ্ধবিরতি।’

এই হামলা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে, অনেকে এর নিন্দা করেছেন এবং অনেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

‘অল আইজ অন রাফা’ স্লোগানটি এসেছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসের পরিচালক রিক পিপারকর্নের একটি বিবৃতি থেকে। গত ফেব্রুয়ারিতে তিনি এই মন্তব্য করেছিলেন। সেই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের অবশিষ্ট ঘাঁটি রাফাতে হামলার আগে রাফাহ শহর থেকে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই স্লোগানটিই এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় স্লোগান।

বলিউডের প্রভাবশালী তারকাদের অনেকেই ‘অল আইজ অন রাফা’ স্লোগানটি ব্যবহার করে গণহত্যা, শিশুহত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, সোনম কাপুর, কঙ্কনা সেন শর্মা, ইলিয়ানা ডি’ক্রুজ, আয়েশা টাকিয়া, নোরা ফাতেহি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জা ও স্বরা ভাস্কর।

এ ছাড়াও ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, কৌতুক অভিনেতা বীর দাস, সংগীতশিল্পী শিল্পা রাওসহ আরও অনেকেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘অল আইজ অন রাফা’ লেখা ভাইরাল ছবিটি শেয়ার করেছেন।

পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী ডুয়া লিপা, অভিনেতা পেড্রো পাসকেল, মডেল বেলা হাদিদসহ আন্তজার্তিক অনেক তারকাও এই ছবিটি শেয়ার করেছেন। গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত ছবিটি ৪৪ মিলিয়ন বার শেয়ার হয়েছে।

এদিকে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এই পর্যন্ত ৩৬ হাজার ১৭১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদের বেশিরভাগই নারী ও পুরুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ