রাজশাহীতে ফারাক্কা দিবসে আলোচনা সভা
গঙ্গা-পদ্মার পানির নায্য হিস্যার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
গঙ্গা-পদ্মার পানির নায্য হিস্যা অর্থাৎ পানির জন্য লড়াইয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ৪৭ বছর আগে মাওলানা ভাসানী যে উপলব্ধির প্রকাশ ঘটিয়েছিলেন আজ তা বাস্তবে ঘটে চলেছে।
বৃহস্পতিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চের ৪৮তম বার্ষিকী স্মরণে হেরিটেজ রাজশাহীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, মাওলানা ভাসানী সেদিন গুরুতর অসুস্থতা নিয়েই এই লংমার্চের নেতৃত্ব দেন জাতীয় স্বার্থের প্রয়োজনে। এই নেতৃত্ব আজও দেশপ্রেমিক জনতার জন্য প্রেরণার উৎস হয়ে আছে।
সরদার আবদুর রহমান তার প্রবন্ধে উল্লেখ করেন, ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৬ মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ‘মরণ বাঁধ ফারাক্কা’ অভিমুখে লাখো জনতার ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়। যার রেশ উপমহাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যায়। আজও এই দিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাবি আদায়ের পক্ষে প্রেরণার উৎস হয়ে আছে।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক ও লেখক সরদার আবদুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক যুগ্ম সচিব ও জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, রাজশাহী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. তারেক ফজল, রাজশাহী বারের সাবেক সাধারণ সম্পাদক এড. পারভেজ টি. জাহেদী, মাওলানা ভাসানীর পরিবারের সদস্য আজাদ খান ভাসানী প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হেরিটেজ রাজশাহীর সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।
এ উপলক্ষে প্রকাশিত একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে