Views Bangladesh

Views Bangladesh Logo

সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের জন্য বরাদ্দ বেড়েছে

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বেড়েছে। আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টেরও বরাদ্দ বেড়েছে। দেশের সর্বোচ্চ আদালতের জন্য এবার বরাদ্দ করা হয়েছে ২৪৮ কোটি টাকা। সে হিসেবে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ হয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের চাইতে এবার সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা।

২০২৩-২০২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য মূল বরাদ্দ ছিল ১ হাজার ৯৪৩ কোটি টাকা। তবে, সংশোধিত বাজেটে সেটি করা হয় ১ হাজার ৭১৭ কোটি টাকা। ওই অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেটে সেটি হয় ২৩৬ কোটি টাকা। চলতি অর্থবছরে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ১১ কোটি টাকা। বাজেটের মূল বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ