প্রায় এক যুগ পর ফিরে এলো ‘আমার দেশ’ পত্রিকা
বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর আবারো বাজারে এলো ‘আমার দেশ’ পত্রিকা। রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে পত্রিকাটি বাজারে পাচ্ছেন পাঠকরা।
শেখ হাসিনার পালানোর অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছে পত্রিকাটির প্রধান সংবাদ। ‘দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা’-এ শিরোনামের প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য। আজ (রবিবার) প্রকাশিত হয়েছে ক্রোড়পত্রসহ ৪৮ পৃষ্ঠা। এর দাম রাখা হয়েছে ১২ টাকা।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পত্রিকা চালুর চূড়ান্ত ঘোষণা দেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। এ সময় তিনি বলেছিলেন, ‘শূন্য থেকে শুরু করে দুই মাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবুও প্রথম দিন থেকেই পাঠকের চাহিদামতো আমার দেশ পত্রিকা চেষ্টা করে যাচ্ছে। পুনপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। পত্রিকাটি সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে।’
২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ১০ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে