Views Bangladesh Logo

না ফেরার দেশে আমেরিকান নির্মাতা ডেভিড লিঞ্চ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ডেভিড লিঞ্চ দীর্ঘদিন ধরে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে ভুগছিলেন। ২০২৩ সালের আগস্টে তিনি নিজেই এ কথা জানিয়েছিলেন।

ডেভিড লিঞ্চ পরাবাস্তববাদী ও কাল্ট ক্ল্যাসিক সিনেমার জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকস’, ‘ব্লু ভেলভেট’, ও ‘দ্য এলিফ্যান্ট ম্যান’। চারবার অস্কার মনোনয়ন পাওয়া এই প্রখ্যাত নির্মাতার শেষ বড় প্রজেক্ট ছিল ‘টুইন পিকস: দ্য রিটার্ন’, যা ২০১৭ সালে সম্প্রচারিত হয়। ১৯৯০ সালে ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ এর জন্য কান চলচ্চিত্র উৎসবে পাম দ'র (স্বর্ণ পাম) পুরস্কার পান। আর ২০১৯ সালে সারা জীবন কাজের স্বীকৃতি স্বরূপ অস্কার পুরস্কার পান।

লিঞ্চের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদনজগতের তারকারা। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে মিস করবে।’

১৯৪৬ সালে মন্টানার মিসুলায় জন্ম নেয়া ডেভিড লিঞ্চ পেইন্টিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। ষাটের দশকে শর্ট ফিল্ম নির্মাণে মনোনিবেশ করার পর তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ