Views Bangladesh Logo

‘বাংলাদেশের সংসদীয় বিতর্ক’: আমীন আল রশীদের বই

বারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক আমীন আল রশীদের গবেষণামূলক গ্রন্থ: ‘বাংলাদেশের সংসদীয় বিতর্ক জাতীয়তাবাদ, বাকশাল রাষ্ট্রধর্ম ও অন্যান্য’। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণয়নের জন্য গঠিত গণপরিষদ গঠন থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ১২টি সংসদের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে বইটি রচিত হয়েছে। বইটিতে বাঙালি জাতীয়তাবাদ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, ব্যক্তিগত সম্পত্তির মালিকানার সীমা, জরুরি অবস্থা, বাকশাল, রাষ্ট্রধর্ম, সংসদীয় শাসন, তত্ত্বাবধায়ক সরকার, পঞ্চদশ সংশোধনী, সংসদীয় ব্যবস্থা এবং সংসদীয় বিতর্কের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

বইটি নিয়ে আমীন আল রশীদ বলেন, এই বইয়ের প্রাথমিক উদ্দেশ্য বাংলাদেশে সংসদীয় বিতর্কের প্রকৃতি সম্পর্কে বোঝানো এবং দেশের সংসদ কতটা কার্যকর হয়েছে তা মূল্যায়ন করা। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রচর্চার অসঙ্গতিগুলোও এই বইটিতে আলোচনা করা হয়েছে। এ পর্যন্ত সংবিধানের যেসব প্রধান সংশোধনী এসেছে এবং সেগুলো রাজনীতে কী ধরনের প্রভাব ফেলেছে নিয়েও বইটিতে আলোকপাত করা হয়েছে। বইটিতে আলোচনা করা হয়েছে সংবিধান সংশোধনের ফলে শাসন কাঠামোতে কী ধরনের পরিবর্তন এসেছে এবং তা কীভাবে রাজনৈতিক সংকটকে বাড়িয়েছে। এই সংশোধনীগুলো পাস করার সময় সংসদে কী ধরনের প্রতিক্রিয়া পড়েছে তা নিয়েও পাঠকরা একটা গভীর ধারণা পাবেন। যেমন: একজন জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থি নেতা হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে কেন একদলীয় ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন? এর পেছনে কী প্রক্রিয়া ছিল?

বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গণপরিষদে কী ধরনের বিতর্ক হয়েছিল এবং কেন এই বিধানটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সংবিধানে রাষ্ট্রধর্মের বিধান অন্তর্ভুক্ত করার পেছনে যুক্তিগুলো কী ছিল এবং এই সিদ্ধান্ত কীভাবে দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তির নেপথ্যে কী প্রক্রিয়া ছিল এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে অন্তর্নিহিত ঘটনাগুলো কী ছিল? বইটিতে মোট ১৬টি অধ্যায় আছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে যে সমালোচনার জন্ম হয়েছিল, যা সংসদে সংসদ সদস্যদের বাক স্বাধীনতাকে সীমাবদ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল, এর বাস্তবতাই-বা আসলে কী ছিল এ বিষয়গুলোও বইটিতে গুরুত্ব দেয়া হয়েছে।

সংসদীয় আইন পাস হয় কিন্তু তার যথাযথ বাস্তবায়ন হয় না, এসব বিষয় বিশিষ্ট রাজনীতিবিদরা মতামত ব্যক্ত করেছেন; তাদের কথাও আছে বইটিতে। যেমন- প্রবীণ রাজনীতিবিদ আবদুল লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও বহুল আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের মধ্যে তর্ক-বিতর্কের কথা। বইটির শেষ অংশে অস্থায়ী সংবিধান আদেশ, ওয়েস্টমিনস্টার-শৈলীর সংসদীয় ব্যবস্থার একটি ভূমিকা, গণপরিষদ, সংবিধান খসড়া কমিটি এবং ৬ কমিটির সদস্যদের থেকে ভিন্ন ভিন্ন মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১৬০, মূল্য ৩০০ টাকা। প্রচ্ছদ করেছেন ফরিদী নুমান। সংসদ ও সংবিধান নিয়ে আমীন আল রশীদের অন্যান্য উল্লেখযোগ্য বই হচ্ছে: সংবিধান-প্রণেতাগণ (২০২৪), সংবিধানের রাজনৈতিক বিতর্ক (২০২০), সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আলোচনা-তর্ক-বিতর্ক (২০১১) এবং সরকারি বিরোধী দল (২০১৫)। তার ‘জীবনানন্দের মানচিত্র’ বইটিও পাঠকমহলে বহুল প্রশংসিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ