Views Bangladesh

Views Bangladesh Logo

আইআইজিএবির সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব আহমেদ জুনায়েদ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

ন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিডি হাব লিমিটেডের আমিনুল হাকিম। আর মহাসচিব হয়েছেন লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেডের আহমেদ জুনায়েদ।

নতুন নির্বাহী কমিটির বাকী সদস্যরা হলেন-জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ সালাম (স্কাই টেল কমিউনিকেশন লিমিটেড), সহ-সভাপতি মইনুল হক সিদ্দিকী (ফাইবার এট হোম গ্লোবাল লিমিটেড), সহ-সভাপতি সাইফুল সিদ্দিকি (পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড), যুগ্ম সচিব মক্তবুর রহমান (ইন্ট্রাগ্লোব কমিউনিকেশনস লিমিটেড), কোষাধ্যক্ষ জিয়াউল হক (এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেড) এবং পরিচালক খালিদ হাসান (স্টারট্রেক টেলিকম লিমিটেড), মো. হাসিবুর রশিদ (নভোকম লিমিটেড), মো. খালিদ রায়হান (সামিট কমিউনিকেশনস লিমিটেড) ও সারাফাতউল্লাহ জাহিদ (ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড)।

নবনির্বাচিত কমিটির এজেন্ডার মধ্যে রয়েছে ইন্টারনেট অবকাঠামোর উন্নয়ন, সাইবার সিকিউরিটির প্রচার এবং সব নাগরিকের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

আইআইজিএবি-এর নবনির্বাচিত সভাপতি আমিনুল হাকিম বলেন ‘আমরা বাংলাদেশের একটি শক্তিশালী এবং উদ্ভাবনী ইন্টারনেট ইকোসিস্টেম গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ফোকাস থাকবে প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা নেয়া, নীতিমালা সংস্কার চালানো এবং আমাদের ডিজিটাল সমাজের পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার দিকে।’

বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসেবে আইআইজিএবি ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল রূপান্তরের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন পটভূমি এবং দক্ষতার সাথে নতুন কমিটির সদস্যরা সমিতির কৌশলগত লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ