Views Bangladesh Logo

আনার হত্যাকাণ্ডে অনেককে গ্রেপ্তার করা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলে আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১০ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আনার হত্যা মামলার তদন্ত শেষ করে সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হতে পারে।

এ ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার হওয়া স্থানীয় নেতা কাজী কামাল আহমদ (বাবু) সম্পর্কে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে তদন্ত শেষ হোক, অনেককে গ্রেপ্তার করা হতে পারে। তদন্তের আগে আসলে কোনো মন্তব্য করা উচিত নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসা আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা এখনো বলছি, আমরা সত্যের খুব কাছাকাছি চলে এসেছি। লাশ শনাক্ত হলেই আমরা অনেক কিছু আপনাদের সামনে প্রকাশ করতে পারব। যারা আনারকে হত্যা করেছে তাদের জবানবন্দি শুনেছি।

তিনি আরও বলেন, আনার হত্যাকাণ্ডের সবকিছু উদঘাটনে ভারত ও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে উদ্ধার হওয়া মাংস-হাড়-চুল আনার দেহের অংশ কি না। যদি তার মেয়ের ডিএনএ’র সঙ্গে ডিএনএ মিলে যায় তাহলে নিশ্চিত হওয়া যাবে এটি আনারের লাশ। পরীক্ষার আগে আমরা নিশ্চিত হতে পারছি না যে, সেগুলো তার শরীরের অংশ।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।

অভিযোগ রয়েছে, গত ১৩ মে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন আবাসনে এমপি আনারকে খুন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ