Views Bangladesh Logo

টেস্টে ‘৭০০’ উইকেটের ক্লাবে অ্যান্ডারসন

 VB  Desk

ভিবি ডেস্ক

স্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরনের পর তৃতীয় বোলার হিসেবে এবং টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

শনিবার (৯ মার্চ) ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টের তৃতীয় দিনে কুলদীপ যাদবকে আউট করে এ রেকর্ড গড়েন এই ইংলিশ পেসার।

তার আগে ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আছেন মুরালিধরন। শ্রীলঙ্কার এই অফস্পিনারের পরেই আছেন প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট।

তবে সাদা পোশাকে পেসারদের মধ্যে অ্যান্ডারসনই প্রথম ৭০০ উইকেট শিকারি বোলার। তার এই মাইলফলক ছুঁতে লেগেছে ১৮৭ ম্যাচ। তার সাবেক সতীর্থ স্টুয়ার্ট ব্রডের রয়েছে ৬০৪ উইকেট। এ দুজন ছাড়া টেস্টে পেসারদের মধ্যে কারও ৬০০ উইকেটের বেশি নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ