বইমেলায় আনিফ রুবেদের কাব্যগ্রন্থ ‘যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট’
ব্যতিক্রমী লেখার জন্য পরিচিত কবি, কথাসাহিত্যিক ও ছোট গল্পকার আনিফ রুবেদ। এবার অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে আনিফ রুবেদের নতুন কাব্যগ্রন্থ- ‘যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট।’
৭২টি কবিতা নিয়ে এ গ্রন্থটি। প্রতিটি লাইন যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে দেয়। প্রতিটি লাইন নতুন করে ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়। যে কোনো পাঠকের চিন্তার জগৎ আরও প্রসারিত হওয়ার মতো।
লেখকের ভাষ্যমতে, ‘যে জীবের হাত নেই পা নেই পুরোটাই পেট’, তাকে পৃথিবী বলে। হ্যাঁ, পৃথিবী একটা জীব। এই যে পৃথিবীজীব, তার পুরোটাই পেট। আর পেটের চারপাশে সবই তার মুখ; অজস্র মুখ। জড়মুখ এবং জীবমুখ। সবধরনের মুখই আবার চলিষ্ণু; ইচ্ছেমতো তারই পেটের ওপর ঘুরে বেড়ায় মন্থরভাবে। পৃথিবীর এসব মুখ পাখি হয়ে গান শোনায়; বাহারি পালক-পেখম ফাঁপিয়ে নাচ দেখায়; আবার এসব মুখ-পাখিই মাছের চোখ ঠুকরে খায়, ইঁদুরের হৃদয় ছিঁড়ে খায়। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মুখের নাম মানুষ; এবং সেই মুখের মূল খাদ্যের নামও মানুষ।’
আনিফ রুবেদ এ সময়ের অত্যন্ত মেধাবী একজন কবি, কথাসাহিত্যিক, ভাবুক ও ছোট গল্পকার। চাঁপাই নবাবগঞ্জের চামাগ্রাম থানার বারঘরিয়া গ্রামে ১৯৮০ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ব্যতিক্রমী লেখালেখির জন্য সমৃদ্ধ-পাঠকের দৃষ্টি-আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
উল্লেখযোগ্য গ্রন্থ: জীবগণিত (২০২০), মন ও শরীরের গন্ধ (২০১৪), দৃশ্যবিদ্ধ নরনারীগান (২০১৭), এসো মহাকালের মাদুরে শুয়ে পড়ি (২০১৫)।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার (২০১২), বামিহাল কথাসাহিত্য পুরস্কার (২০২৩) কাব্যশ্রী সাহিত্য পুরস্কার ২০২৪।
কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিকথা প্রকাশনীর স্টলে। স্টল: ২৯৫-৯৬। দাম : ২৫০ টাকা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে