Views Bangladesh Logo

বাংলাদেশে পালিয়ে এলো আরও ৮৮ বিজিপি সদস্য

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৮৮ সদস্য। তারা নাফনদ পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে নৌকায় টেকনাফ কোস্টগার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

রবিবার (৫ মে) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মায়ানমারের উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির বলেন,  গেল শনিবারের (৪ মে) মতো আজ রবিবার(৫ মে) মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে কতজন সেটা এখনও জানা যায়নি। তাদেরও বিজিবি’র হেফাজতে রাখা হবে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে রবিবারও মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৮০ থেকে ৯০ জন সদস্য পালিয়ে এসে আশ্রয় নিয়েছে এটা শুনেছি। তবে বিষয়টি কোস্ট গার্ড ও বিজিবি দেখছে।

গতকাল টেকনাফ সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তিন দফায় আরও ৪০ জন মায়ানমার বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে যাদের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। 

এর আগে দুই দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২৫ এপ্রিল ২৮৮ জন এবং ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি, সেনাসদস্য কাস্টমস কর্মকর্তাকে মায়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ