Views Bangladesh

Views Bangladesh Logo

হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ জনে।

মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর নাম মমতাজ বেগম (৬৩)। তিনি মক্কায় মারা যান।

বৃহস্পতিবার (৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানা যায়, এখন পর্যন্ত নিহত ১১ জনের মধ্যে মক্কায় ৮ এবং মদিনায় ৩ জন মারা গেছেন।

বুলেটিনে আরও জানানো হয়, হজ পালনের জন্য এখন পর্যন্ত (৫ জুন রাত ২টা ৫৯) সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী। মোট ১৬২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৯৭৬ জন হজযাত্রী। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। তার পর থেকে এখন পর্যন্ত মোট ১৬২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৭৭ দশমিক ৩ শতাংশ, আর মোট হজযাত্রীর ৭৬ শতাংশ সৌদি পৌঁছেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ