Views Bangladesh

Views Bangladesh Logo

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১৬ মার্চ ২০২৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মনসুর আকন(৩০)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুইজনে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. হোসাইন ইমাম বলেন, গাজীপুরে বিস্ফোরণে ঘটনায় শনিবার সকালে মনসুর নামে একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) সকালে সোলায়মান মোল্লা (৪৫) একজন মারা যান। আর আজিজুল নামে একজন সুস্থ বলে তাকে ছেড়ে দেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা বলছেন, অগ্নিদগ্ধ ২৯ জন এখনো ইনস্টিটিউটে ভর্তি। এদের মধ্যে ১০ বছর বয়সী সাতটি শিশু, ১১ থেকে ১৮ বছর বয়সী ছয়জন রয়েছে। দগ্ধদের ১৬ জনের বেশি ব্যক্তির ৫০ শতাংশের বেশি পুড়েছে।

প্রসঙ্গত, গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৬ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানান স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ