Views Bangladesh Logo

হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী জানা গেছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা।

সবাইকে বিক্ষোভ সমাবেশ শামিল হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলন কমিটি বলেছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।’

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিক্ষার্থীদের একটি দল সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেলের ধীরাশ্রম বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় মসজিদের মাইকে মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মাইকিং শুনে আশপাশের অনেকে এসে মোজাম্মেলের বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় তারা ভাঙচুরকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালালে বেশ কয়েকজন গুরুতর আহত হন। যাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ