স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংগঠন ‘অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশন’ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) প্রতিবাদকারীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে কুশপুতুল দাহ করে এ দাবি জানান।
তারা অভিযোগ করেছেন, ‘নিরস্ত্র ছাত্রদের ওপর ফ্যাসিস্ট ধাঁচের পুলিশি নির্যাতন, জুলাই আন্দোলনের সময় পুলিশের হাতে নিহতদের বিচারের ব্যর্থতা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা।’
ঢাবি অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশনের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত পদত্যাগ দাবি করছি। এর কারণ স্পষ্ট— বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলার অপরাধ। এর আগেও পুলিশ জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ অফিসের সামনে নিরস্ত্র ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে এবং সম্প্রতি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের সময় তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে