হোয়াইট হাউস ইভেন্টে নিষেধাজ্ঞার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপির মামলা
হোয়াইট হাউসের কিছু ইভেন্টে প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে এ মামলা করা হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওয়াশিংটনের ফেডারেল আদালতে করা মামলায় এপি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইভেন্টে অংশ নিতে বাধা দেয়া ‘প্রথম সংশোধনী’র লঙ্ঘন। মার্কিন সংবিধানের এই সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প এক নির্বাহী আদেশে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে 'গালফ অব দ্য আমেরিকাস' করার নির্দেশ দেন। এপি সেই আদেশ অনুসরণ করতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে টানা ১০ দিন এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
এমনকি এপির সাংবাদিকদের প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার অনুমতিও দেয়া হয়নি।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, মার্কিন সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে তিনজন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে তারা মামলা করেছে।
এপি জানিয়েছে, হোয়াইট হাউস তাদের সংবাদ প্রতিবেদনে নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহারের নির্দেশ দিয়েছে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করার হুমকি দেয়া হয়েছে।
সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও জনগণের নিজস্ব ভাষা ব্যবহারের অধিকার রয়েছে এবং সরকার তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে