Views Bangladesh

Views Bangladesh Logo

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ৫ জুলাই

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৮ জুন ২০২৪

পেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আগামী ৫ জুলাই থেকে শুরু হতে চলেছে।

আজ শনিবার (৮ জুন) এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। বক্তব্যে বলা হয়, ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন না বলেও উল্লেখ করা হয়।

দেশব্যাপী আয়োজিত ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর প্রাথমিক বাছাই কার্যক্রমটি শুরু হবে ৫ জুলাই। প্রাথমিক বাছাই কার্যক্রম থেকে নির্বাচিত ৫০০ জন প্রতিযোগীকে নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় বাছাই কার্যক্রম।

জাতীয় বাছাই কার্যক্রম থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন ও জুনিয়র গ্রুপের ১৫ জনসহ, মোট ৩০জনকে নিয়ে ৪দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। সেই আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অংশগ্রহণের নিয়মাবলী-
১. ২০০৬-২০১০ সালের মধ্যে জন্মগ্রহণকারী (১৪-১৮ বছর বয়সী) স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন।
২. বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে না।
৩. ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
৪. কোন প্রকার রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই।
৫. অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্ক- https://www.astronomybangla.com/olympiad2024/



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ