আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
বামহাতি স্পিনার আরাফাত সানি ফের বোলিং অ্যাকশন নিয়ে বিপদে পড়েছেন। বিপিএলে চিটাগং কিংসের এই বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি আসরে একই দলের আলিস আল ইসলামেরও বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছিলেন।
জানা গেছে, শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগের শেষ ম্যাচের সময়ই তার অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেন। ওই ম্যাচে আম্পায়ার ছিলেন মাসুদুর রহমান মুকুল ও রবীন্দ্র উইমালাসিরি।
আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেও তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে অবশ্য অ্যাকশন শুধরে ফেরেন তিনি।
নিয়ম অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সানিকে অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে তার বাধা নেই। এবারের বিপিএলে ৯ ম্যাচে ৮.৩০ রানের বিনিময়ে তার শিকার ১০ উইকেট।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে