Views Bangladesh

Views Bangladesh Logo

গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করে মানবাধিকারের প্রতি অঙ্গীকার রক্ষা করুন: ডয়চে ভেলেকে আরাফাত

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৮ মে ২০২৪

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকার প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার উপর প্রামাণ্যচিত্র তৈরি করতেও বলেন তিনি।

মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় তথ্য কমিশন (আইসি) সম্মেলন কক্ষে ‘প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নাগরিকের তথ্যের অধিকার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি এ আহ্বান জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ডয়চে ভেলে বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত করে মানবাধিকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গৃহযুদ্ধ চলছে। আমি এর সমালোচনা করতে চাই না বরং মানবাধিকারের প্রতি যে কোনো সংগঠনের অঙ্গীকারকে সাধুবাদ জানাই।’

তিনি বলেন, ‘তবে আমি ডয়চে ভেলেকে বলব, গাজায় মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করে মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করতে।’

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘ডয়চে ভেলে যদি এটি করতে না পারে তাহলে ডয়চে ভেলে উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচিত হবে, যা প্রকৃত অর্থে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও উন্নয়নের কথা বলে না এবং বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে।’

এর আগে গত ২৫ মে ডয়চে ভেলের 'জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত নির্যাতনকারীদের' শীর্ষক প্রামাণ্যচিত্রকে 'মিথ্যা ও বিভ্রান্তিকর' বলে আখ্যা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেই সঙ্গে এর প্রতিক্রিয়ায় একটি প্রতিবাদ জানায়।

এ ব্যাপারে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রামাণ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ